রহিমুদ্দির একটি মেয়ে পনের বছর তার,
বাল্যকালে হল বিয়ে স্বামী ও সংসার।
হঠাৎ করে ভুল করে সে ময়না নামের খুকি,
স্বামীর ভয়ে নিয়ে বসে বাচ্চা নেয়ার ঝুঁকি।
ময়না তখন খুব অসুখে শরীর ভেঙ্গে কাবু,
তার উপরে দারিদ্রতায় খাচ্ছে হাবুডুবু।
অন্ত:সত্ত্বা এ মেয়েটি যদিও এখন মা,
গর্ভকালে সময়মতো পুষ্টি সে পায় না।
অবশেষে প্রসবকালে ভ্যানগাড়ীতে চড়ে,
খুব সাধনার নবজাতক ফিরলো না আর ঘরে।
তাইতো বলি হও সচেতন গভৃকালীন মা,
নইলে বিপদ যেমন এরূপ, দু:খিনি ময়না।
– নাহিদ
কোয়ালিটি ইন্সপেক্টর
—
Leave a Reply